মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮২৩
৩. প্রথম অনুচ্ছেদ - যাকাত যাদের জন্য হালাল নয়
১৮২৩। হযরত আব্দুল মোত্তালিব ইবনে রবীয়া (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এই যাকাত মানুষের (মালের) ময়লা ব্যতীত কিছুই নহে। সুতরাং ইহা মুহাম্মাদ ও মুহাম্মাদের পরিবারের জন্য হালাল নহে। মুসলিম
بَابٌ مِمَّنْ لَا تَحِلُّ لَهُ الصَّدَقَةُ
وَعَنْ عَبْدِ الْمُطَّلِبِ بْنِ رَبِيعَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِن هَذِهِ الصَّدَقَاتِ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ وَإِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ وَلَا لِآلِ مُحَمَّدٍ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

'পরিবার'—মূলে 'আল' শব্দ রহিয়াছে। ইহা যেভাবে পরিবারকে বুঝায় সেভাবে নিকট আত্মীয়কেও বুঝায়। বনী হাশেম হইল হুযুরের নিকট আত্মীয়। সুতরাং তাহাদের জন্যও যাকাত হালাল নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮২৩ | মুসলিম বাংলা