মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮১০
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৮১০। হযরত উম্মে সালামা্ (রাঃ) বলেন, আমি স্বর্ণের 'আওযাহ' (গহনা বিশেষ) পরিতাম। একদা আমি হুযূরকে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! ইহা কি সেই কানযের অন্তর্গত (যাহার বিষয় কুরআনে ভয় প্রদর্শন করা হইয়াছে)? হুযূর বলিলেনঃ যাহা যাকাত দানের পরিমাণে পৌঁছে এবং উহার যাকাত দেওয়া হয়, তাহা সেই কানয নহে। —মালেক ও আবু দাউদ। (ইহাতে গহনায় যাকাত আছে বলিয়া বুঝা যায়। )
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: كُنْتُ أَلْبَسُ أَوْضَاحًا مِنْ ذَهَبٍ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَكَنْزٌ هُوَ؟ فَقَالَ: «مَا بلغ أَن يُؤدى زَكَاتُهُ فَزُكِّيَ فَلَيْسَ بِكَنْزٍ» . رَوَاهُ مَالِكٌ وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮১০ | মুসলিম বাংলা