মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮০৯
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৮০৯। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন যে, দুইটি স্ত্রীলোক রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিল, তখন তাহাদের হাতে দুইটি স্বর্ণের বালা ছিল। হুযূর জিজ্ঞাসা করিলেন, তোমরা কি ইহার যাকাত আদায় করিয়া থাক? তাহারা বলিল, জী না। হুযূর (ﷺ) বলিলেনঃ তোমরা কি ভালবাস যে, আল্লাহ্ তা'আলা (কিয়ামতে) তোমাদিগকে দুইটি আগুনের বালা পরাইবেন? তাহারা উত্তর করিল, কখনও না। হুযুর বলিলেন, তাহা হইলে তোমরা ইহার যাকাত আদায় করিবে। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন যে, ইহা এমন একটি হাদীস যাহার অনুরূপ হাদীস মোসান্না ইবনে সাব্বাহ্ ও ইবনে লাহিআও আমর ইবনে শোআয়ব হইতে বর্ণনা করিয়াছেন; কিন্তু হাদীসের ব্যাপারে ইহারা উভয়েই যয়ীফ। এ ব্যাপারে নবী করীম (ﷺ) হইতে সহীহ্ সূত্রে কিছু প্রমাণিত হয় নাই।
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ: أَنَّ امْرَأَتَيْنِ أَتَتَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي أَيْدِيهِمَا سِوَارَانِ مِنْ ذَهَبٍ فَقَالَ لَهُمَا: «تُؤَدِّيَانِ زَكَاتَهُ؟» قَالَتَا: لَا. فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتُحِبَّانِ أَنْ يُسَوِّرَكُمَا اللَّهُ بِسِوَارَيْنِ مِنْ نَارٍ؟» قَالَتَا: لَا. قَالَ: «فَأَدِّيَا زَكَاتَهُ» رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: هَذَا حَدِيث قد رَوَاهُ الْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ نَحْوَ هَذَا وَالْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ وَابْنُ لَهِيعَةَ يُضَعَّفَانِ فِي الْحَدِيثِ وَلَا يَصِحُّ فِي هَذَا الْبَابِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْء

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটি আবু দাউদ অন্য সূত্রে বর্ণনা করিয়াছেন, যাহাতে কোন দোষ নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮০৯ | মুসলিম বাংলা