মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৭৮৯
- যাকাতের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
১৭৮৯। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) একদা খোতবা দান করিলেন এবং বলিলেনঃ যে ব্যক্তি এমন কোন ইয়াতীমের অভিভাবক হইয়াছে যাহার মাল রহিয়াছে, সে যেন উহাকে ব্যবসায় লাগায় এবং ফেলিয়া না রাখে, — যাহাতে যাকাত উহাকে শেষ করিয়া দেয়। —তিরমিযী ইহা বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন যে, ইহার সনদে গোলমাল রহিয়াছে। কেননা, ইহার রাবী মুসান্না ইবনে সাব্বাহ যঈফ।
كتاب الزكاة
اَلْفَصْلُ الثَّانِى
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ فَقَالَ: «أَلَا مَنْ وَلِيَ يَتِيمًا لَهُ مَالٌ فَلْيَتَّجِرْ فِيهِ وَلَا يَتْرُكْهُ حَتَّى تَأْكُلَهُ الصَّدَقَةُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: فِي إِسْنَادِهِ مقَال: لِأَن الْمثنى بن الصَّباح ضَعِيف