মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৭৮৮
দ্বিতীয় অনুচ্ছেদ
১৭৮৮। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত আছে, একবার হযরত আব্বাস (রাঃ) আপন যাকাত বৰ্ষ পূর্ণ হইবার পূর্বে দেওয়া সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলেন এবং তিনি তাঁহাকে ইহার অনুমতি দিলেন। –আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী
اَلْفَصْلُ الثَّانِى
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ الْعَبَّاسَ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تَعْجِيل صَدَقَة قَبْلَ أَنْ تَحِلَّ: فَرَخَّصَ لَهُ فِي ذَلِكَ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ

হাদীসের ব্যাখ্যা:

ইমাম আবু হানীফা (রঃ) ও অধিকাংশ ইমামগণ এ ব্যাপারে এ হাদীসেরই অনুসরণ করেন এবং বলেন যে, যাকাত বর্ষ পূর্ণ হইবার পূর্বে দেওয়া হইলে যাকাত আদায় হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান