মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৭৭৮
প্রথম অনুচ্ছেদ
১৭৭৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত ওমরকে যাকাত উসূল করিতে পাঠাইলেন। অতঃপর হুযুরকে বলা হইল, ইবনে জামীল, খালেদ ইবনে ওলীদ ও আব্বাস থাকাত দেন নাই। ইহা শুনিয়া রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: ইবনে জামীল এ কারণেই যাকাত দিতে নাপছন্দ করিতেছে যে, সে দরিদ্র ছিল, আল্লাহ্ ও তাহার রাসূল তাহাকে ধনী করিয়া দিয়াছেন। আর খালেদ ইবনে ওলীদ, (তাহার নিকট যাকাত চাহিয়া) তোমরা তাহার প্রতি অবিচার করিয়াছ। কেননা, সে তাহার বর্ম এবং সমস্ত মাল আসবাব আল্লাহর রাস্তায় ওয়াকৃষ্ণ করিয়া রাখিয়াছে। বাকি রহিল (আমার চাচা) আব্বাস, তাহার এ বছরের যাকাত এবং উহার সমান আরও আমার জিম্মায়। অতঃপর হুযূর বলিলেন, হে ওমর তুমি কি বুঝিলে না যে, কোন ব্যক্তির চাচা তাহার পিতার সমমূল। (সুতরাং তাহাকে কষ্ট দিও না।) — মোস্তাঃ
اَلْفَصْلُ الْأَوَّلُ
عَن أَبِي هُرَيْرَةَ. قَالَ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَرَ عَلَى الصَّدَقَةِ. فَقِيلَ: مَنَعَ ابْنُ جَمِيلٍ وَخَالِدُ بْنُ الْوَلِيدِ وَالْعَبَّاسُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يَنْقِمُ ابْنُ جَمِيلٍ إِلَّا أَنَّهُ كَانَ فَقِيرًا فَأَغْنَاهُ اللَّهُ وَرَسُولُهُ. وَأَمَّا خَالِدٌ فَإِنَّكُمْ تَظْلِمُونَ خَالِدًا. قَدِ احْتَبَسَ أَدْرَاعَهُ وَأَعْتُدَهُ فِي سَبِيلِ اللَّهِ. وَأَمَّا الْعَبَّاسُ فَهِيَ عَلَيَّ. وَمِثْلُهَا مَعَهَا» . ثُمَّ قَالَ: «يَا عُمَرُ أَمَا شَعَرْتَ أَن عَم الرجل صنوا أَبِيه؟»

হাদীসের ব্যাখ্যা:

'আমার জিম্মায়' – অর্থাৎ, তিনি এ বছরের ও আগামী বছরের অগ্রীম যাকাত আমার নিকট দিয়া রাখিয়াছেন, আমি উহা আদায় করিব। ১৬৯৬ নং হাদীস হইতে ইহা বুঝা যায়। ইবনে জামীল এক দরিদ্র ব্যক্তি ছিল। হুযুরের নিকট বারবার দো'আ প্রার্থনা করিতে থাকে। অবশেষে হুযূর তাহার দারিদ্র্য মোচনের জন্য আল্লাহর নিকট দো'আ করেন, যাহাতে আল্লাহ্ তাহাকে ধনী করিয়া দেন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)