মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৭৭৭
প্রথম অনুচ্ছেদ
১৭৭৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আবু আওফা (রাঃ) বলেন, কোন পরিবারের লোকেরা যখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাহাদের যাকাত লইয়া আসিত, তিনি বলিতেন, “হে আল্লাহ্ । তুমি অমুক পরিবারের প্রতি রহমত বর্ষণ কর।" আব্দুল্লাহ্ বলেন, একদা আমার পিতা তাহার নিকট যাকাত লইয়া আসিলেন, তখন হুযূর বলিলেন: "আল্লাহ্! তুমি দয়া কর আবু আওফার পরিবারের প্রতি।" —মোত্তাঃ
অপর বর্ণনায় রহিয়াছে, যখন কোন ব্যক্তি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আপন যাকাত লইয়া আসিত, তিনি বলিতেন, আল্লাহ্! তুমি তাহার প্রতি দয়া কর।
অপর বর্ণনায় রহিয়াছে, যখন কোন ব্যক্তি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আপন যাকাত লইয়া আসিত, তিনি বলিতেন, আল্লাহ্! তুমি তাহার প্রতি দয়া কর।
اَلْفَصْلُ الْأَوَّلُ
وَعَنْ عَبْدُ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَتِهِمْ قَالَ: «اللَّهُمَّ صلى على آل فلَان» . فَأَتَاهُ أبي بِصَدَقَتِهِ فَقَالَ: «اللَّهُمَّ صلى الله على آل أبي أوفى»
وَفِي رِوَايَة: إِذا أَتَى الرجل النَّبِي بِصَدَقَتِهِ قَالَ: «اللَّهُمَّ صلي عَلَيْهِ»
وَفِي رِوَايَة: إِذا أَتَى الرجل النَّبِي بِصَدَقَتِهِ قَالَ: «اللَّهُمَّ صلي عَلَيْهِ»
