মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৭৭৪
- যাকাতের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
১৭৭৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যাহাকে আল্লাহ্ তা'আলা মাল দান করিয়াছেন, আর সে উহার যাকাত দান করে নাই, কিয়ামতের দিন তাহার মালকে তাহার জন্য একটি মাথায় টাক পড়া সাপস্বরূপ করা হইবে, যাহার চক্ষুর উপর দুইটি কালো দাগ থাকিবে (অর্থাৎ, অতি বিষাক্ত হইবে) উহাকে তাহার গলার বেড়ীস্বরূপ করা হইবে। উহা আপন মুখের দুই দিক দ্বারা তাহাকে দংশন করিতে থাকিবে, (অথবা উহা তাহার মুখের দিকে দংশন করিতে থাকিবে) এবং বলিবে, আমি তোমার মাল আমি তোমার সংরক্ষিত অর্থ। অতঃপর হুযূর (ইহার সমর্থনে) এই আয়াত পাঠ করিলেন: "যাহারা কৃপণতা করিয়া থাকে, আল্লাহ্ তাআলা তাহাদিগকে যে মাল দান করিয়াছেন, তাহা লইয়া তাহারা যেন মনে না করে যে, ইহা তাহাদের জন্য উত্তম; বরং ইহা তাহাদের জন্য মন্দ। অতি শীঘ্র কিয়ামতের দিন তাহাদের গলায় বেড়ীস্বরূপ করা হইবে যাহা লইয়া তাহারা কৃপণতা করিতেছে।” —বুখারী
كتاب الزكاة
اَلْفَصْلُ الْأَوَّلُ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ آتَاهُ اللَّهُ مَالًا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ مُثِّلَ لَهُ مَالُهُ شُجَاعًا أَقْرَعَ لَهُ زَبِيبَتَانِ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ يَأْخُذ بِلِهْزِمَتَيْهِ - يَعْنِي بشدقيه - يَقُولُ: أَنَا مَالُكَ أَنَا كَنْزُكَ . ثُمَّ تَلَا هَذِه الْآيَة: (وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ من فَضله)

إِلَى آخر الْآيَة. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)