মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৭০
৮. তৃতীয় অনুচ্ছেদ - কবর যিয়ারত
১৭৭০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহর লা'নত (অভিশাপ) হউক কবর যিয়ারতকারিণী নারীদের প্রতি। —আহমদ, তিরমিযী ও ইবনে মাজাহ্
তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান; বরং সহীহ্। তিনি ইহাও বলিয়াছেন যে, এ হাদীসের ব্যাখ্যায় কোন কোন আহলে এলম ব্যক্তি মনে করেন যে, ইহা নবী করীম (ﷺ) কর্তৃক কবর যিয়ারতের অনুমতি দানের পূর্বের কথা। যখন তিনি ইহার অনুমতি দিয়াছেন পুরুষ ও স্ত্রী উভয় ইহাতে শামিল রহিয়াছে। আর কেহ মনে করেন যে, হুযুর নারীদের পক্ষে কবর যিয়ারত করাকে নাপছন্দই করিয়াছেন—তাহাদের ধৈর্যের স্বল্পতা এবং অস্থিরতার, আধিক্যের কারণে।
তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান; বরং সহীহ্। তিনি ইহাও বলিয়াছেন যে, এ হাদীসের ব্যাখ্যায় কোন কোন আহলে এলম ব্যক্তি মনে করেন যে, ইহা নবী করীম (ﷺ) কর্তৃক কবর যিয়ারতের অনুমতি দানের পূর্বের কথা। যখন তিনি ইহার অনুমতি দিয়াছেন পুরুষ ও স্ত্রী উভয় ইহাতে শামিল রহিয়াছে। আর কেহ মনে করেন যে, হুযুর নারীদের পক্ষে কবর যিয়ারত করাকে নাপছন্দই করিয়াছেন—তাহাদের ধৈর্যের স্বল্পতা এবং অস্থিরতার, আধিক্যের কারণে।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم لعن زوارات الْقُبُورِ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيح
وَقَالَ: قَدْ رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنَّ هَذَا كَانَ قبل أَن يرخص النَّبِي فِي زِيَارَةِ الْقُبُورِ فَلَمَّا رَخَّصَ دَخَلَ فِي رُخْصَتِهِ الرِّجَالُ وَالنِّسَاءُ. وَقَالَ بَعْضُهُمْ: إِنَّمَا كَرِهَ زِيَارَةَ الْقُبُورِ لِلنِّسَاءِ لِقِلَّةِ صَبْرِهِنَّ وَكَثْرَةِ جَزَعِهِنَّ. تمّ كَلَامه
وَقَالَ: قَدْ رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنَّ هَذَا كَانَ قبل أَن يرخص النَّبِي فِي زِيَارَةِ الْقُبُورِ فَلَمَّا رَخَّصَ دَخَلَ فِي رُخْصَتِهِ الرِّجَالُ وَالنِّسَاءُ. وَقَالَ بَعْضُهُمْ: إِنَّمَا كَرِهَ زِيَارَةَ الْقُبُورِ لِلنِّسَاءِ لِقِلَّةِ صَبْرِهِنَّ وَكَثْرَةِ جَزَعِهِنَّ. تمّ كَلَامه
