মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৬৩
৮. প্রথম অনুচ্ছেদ - কবর যিয়ারত
১৭৬৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার আম্মার কবর দেখিতে গেলেন। তখন তিনি নিজেও কাদিলেন এবং তাহার চতুষ্পার্শ্বের লোকদেরও কাদাইলেন। অতঃপর বলিলেন: আমি আমার পরওয়ারদেগারের নিকট তাহার জন্য ক্ষমা প্রার্থনা করিতে অনুমতি চাহিয়াছিলাম; কিন্তু তিনি আমাকে উহার অনুমতি দিলেন না। অতঃপর আমি তাহার কবর যিয়ারত (দর্শন) করার অনুমতি চাহিলাম, আর আমাকে উহার অনুমতি দেওয়া হইল। সুতরাং তোমরা কবরসমূহের যিয়ারত করিবে। কেননা, উহা মৃত্যুকে স্মরণ করাইয়া দেয়। —মুসলিম
بَابُ زِيَارَةِ الْقُبُوْرِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: زَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهَ فَقَالَ: «اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَن أسْتَغْفر لَهَا فَلم يُؤذن لي ن وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ» . رَوَاهُ مُسْلِمٌ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস হইতে স্পষ্টভাবে বুঝা গেল যে, হুযুরের আম্মা (এইরূপে আব্বাও) কুফরী প্রথার উপরেই মৃত্যুবরণ করিয়াছেন। মোতাকাদ্দেমীন বা পূর্ববর্তীগণের ইহাই অভিমত। মোতাআখখেরীন বা পরবর্তীদের মধ্যে কেহ কেহ মনে করেন যে, তাঁহারা ইব্রাহীমী দ্বীনের উপরই ইন্তেকাল করিয়াছেন। কাহারও মতে তাঁহারা ফাতরাত্ অর্থাৎ, নবীহীন যুগেই মারা গিয়াছেন। সুতরাং তাঁহারা ঈমানের জন্য দায়ী নহেন। আর কেহ কেহ বলেন, হুযূরের নবুওত প্রাপ্তির পর আল্লাহ্ তা'আলা তাঁহাদিগকে জিন্দা করিয়া ঈমানের তওফীক দিয়াছেন। ইহার কোনটিই এই হাদীসের সহিত সঙ্গতিপূর্ণ নহে। কারণ, তাহা হইলে হুযূরকে ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হইল না কেন ? অথচ হাদীসটি মুসলিমের। অতএব, এ ব্যাপারে খামুশ থাকাই বাঞ্ছনীয়। তাঁহাদের অবস্থা সম্পর্কে আল্লাহ্ই বেহতের জানেন।
