মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৫৭
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৫৭। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মৃত প্রসবিত সন্তানও আপন পরওয়ারদেগারের নিকট আব্দার করিবে, যখন দেখিবে, তাহার মা-বাপকে তিনি দোযখে ঢুকাইতেছেন, তখন তাহাকে বলা হইবে; হে আপন পরওয়ারদেগারের নিকট আব্দারকারী ছেলে, তুমি তোমার মা-বাপকে বেহেশতে লইয়া যাও ! অতঃপর সে তাহাদিগকে আপন নাভী-লতা দ্বারা টানিতে থাকিবে এবং বেহেশতে লইয়া যাইবে। —ইবনে মাজাহ্
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِن السِّقْطَ لَيُرَاغِمُ رَبَّهُ إِذَا أَدْخَلَ أَبَوَيْهِ النَّارَ فَيُقَالُ: أَيُّهَا السِّقْطُ الْمُرَاغِمُ رَبَّهُ أَدْخِلْ أَبَوَيْكَ الْجَنَّةَ فَيَجُرُّهُمَا بِسَرَرِهِ حَتَّى يُدْخِلَهُمَا الْجَنَّةَ . رَوَاهُ ابْن مَاجَه
