মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৫৬
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৫৬। কোররা মুযানী হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর নিকট আসিত এবং তাহার সহিত তাহার একটি ছেলেও থাকিত। একদিন নবী করীম (ﷺ) তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি তাহাকে ভালবাস? উত্তরে সে বলিল, ইয়া রাসূলাল্লাহ্! 'আপনাকে আল্লাহ্ ভালবাসুন, যেভাবে আমি তাহাকে ভালবাসি (অর্থাৎ, আল্লাহর আপনাকে ভালবাসার মতই আমি তাহাকে ভালবাসি।) অতঃপর একদিন নবী করীম (ﷺ) ছেলেটিকে দেখিতে পাইলেন না। জিজ্ঞাসা করিলেন, অমুকের ছেলেটি কোথায় গেল? সাহাবীগণ উত্তর করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! সে মারা গিয়াছে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ হে অমুক, তুমি কি এই কথা ভালবাস না যে, তুমি বেহেশতের যে কোন দরজা দিয়া যাও না কেন তাহাকে তথায় তোমার জন্য অপেক্ষা করিতে দেখিবে ? এ সময় এক ব্যক্তি বলিয়া উঠিল, ইয়া রাসূলাল্লাহ্! ইহা কি শুধু তাহার জন্যই বিশেষ করিয়া, না আমাদের সকলের জন্যও ? হুযূর বলিলেন, না, ইহা তোমাদের সকলের জন্যই। —আহমদ
وَعَنْ قُرَّةَ الْمُزَنِيِّ: أَنَّ رَجُلًا كَانَ يَأْتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ ابْنٌ لَهُ. فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتُحِبُّهُ؟» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبَّكَ اللَّهُ كَمَا أُحِبُّهُ. فَفَقَدَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا فَعَلَ ابْنُ فُلَانٍ؟» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَاتَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا تحب أَلا تَأْتِيَ بَابًا مِنْ أَبْوَابِ الْجَنَّةِ إِلَّا وَجَدْتَهُ يَنْتَظِرُكَ؟» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ لَهُ خَاصَّةً أَمْ لِكُلِّنَا؟ قَالَ: «بَلْ لِكُلِّكُمْ» . رَوَاهُ أَحْمد
