মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৪৪
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৪৪। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, যখন (আমার প্রথম স্বামী) আবু সালামা মারা গেলেন, আমি বলিলাম, আহা, একজন পরদেশী মুসাফির পরদেশে মারা গেলেন, (অর্থাৎ, মক্কার মানুষ মদীনায় মারা গেলেন।) আমি তাঁহার জন্য এমন কাঁদা কাঁদিব যাহা (ভবিষ্যতে) আলো -চনার বস্তু হইয়া দাঁড়ায়। সুতরাং আমি তাঁহার জন্য কাঁদার নিমিত্ত প্রস্তুত হইয়া গেলাম। হঠাৎ দেখি, অপর একটি স্ত্রীলোকও আমার সাহায্যের ইচ্ছায় আগাইয়া আসিয়াছে। এমন সময় রাসূলুল্লাহ্ (ﷺ) তাহার দিকে অগ্রসর হইলেন এবং বলিলেনঃ তুমি কি এমন ঘরে শয়তান প্রবেশ করাইতে চাহ যাহা হইতে আল্লাহ্ তাহাকে বাহির করিয়া দিয়াছেন দুইবার। (উম্মে সালামা বলেন,) সুতরাং আমি কাঁদা হইতে বিরত রহিলাম, আর কাঁদিলাম না। —মুসলিম
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: لَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قُلْتُ غَرِيبٌ وَفِي أَرْضِ غُرْبَةٍ لَأَبْكِيَنَّهُ بُكَاءً يُتَحَدَّثُ عَنْهُ فَكُنْتُ قَدْ تَهَيَّأْتُ لِلْبُكَاءِ عَلَيْهِ إِذْ أَقْبَلَتِ امْرَأَةٌ تُرِيدُ أَنْ تُسْعِدَنِي فَاسْتَقْبَلَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَتُرِيدِينَ أَنْ تُدْخُلِي الشَّيْطَانَ بَيْتًا أَخْرَجَهُ اللَّهُ مِنْهُ؟» مَرَّتَيْنِ وَكَفَفْتُ عَنِ الْبُكَاءِ فَلَمْ أبك. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
‘দুইবার'—অর্থাৎ, আল্লাহ্ এ ঘর হইতে শয়তানকে বাহির করিয়া দিয়াছেন দুইবার। একবার তাহাদের হাবশায় হিজরত করার দ্বারা, অপরবার মদীনায় হিজরত করার দ্বারা, অথবা হুযূর এই কথা বলিয়াছেন পুনঃ পুনঃ দুইবার।
