মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭৪৩
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৪৩। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম (ﷺ)-এর নিকট যখন (মুতার যুদ্ধে) হযরত যায়দ ইবনে হারেসা, জা'ফর ইবনে আবু তালেব ও আব্দুল্লাহ্ ইবনে রাওয়াহার নিহত হওয়ার সংবাদ পৌঁছিল, তিনি (মসজিদে যাইয়া) বসিলেন ; তখন তাহার চেহারায় শোকের চিহ্ন পরিলক্ষিত হইতেছিল এবং আমি উহা দরজার ফাঁক দিয়া লক্ষ্য করিতে ছিলাম। এ সময় এক ব্যক্তি তাঁহার নিকট আসিয়া বলিল, জাফরের ঘরের মহিলারা রোদন করি তেছে। ইহা শুনিয়া হুযূর তাহাকে তাহাদের বারণ করিতে বলিলেন। সুতরাং সে গেল। অতঃপর দ্বিতীয়বার আসিয়া বলিল, তাহারা তাহার কথা মানিল না। হুযূর বলিলেন, তাহাদের বারণ কর। অতঃপর সে তৃতীয়বার আসিল এবং বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর কসম, তাহারা আমাকে পরাজিত করিয়া ফেলিয়াছে। হযরত আয়েশা বলেন, আমার ধারণা হুযূর (শেষবার) বলিয়াছেন, তাহাদের মুখে মাটি নিক্ষেপ কর। (এবং তাহাদের মুখ বন্ধ করিয়া দাও !) হযরত আয়েশা বলেন, আমি (মনে মনে) বলিলাম, তোমার মুখে ছাই পড়ুক, রাসূলুল্লাহ্ (ﷺ) তোমায় যাহা করিতে বলিয়াছিলেন, তাহা করিতে পারিলে না, অথচ (বারবার আসিয়া) রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বিরক্ত করিতেও ছাড়িলে না। — মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: لَمَّا جَاءَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلُ ابْنِ حَارِثَةَ وَجَعْفَرٍ وَابْنِ رَوَاحَةَ جَلَسَ يُعْرَفُ فِيهِ الْحُزْنُ وَأَنَا أَنْظُرُ مِنْ صَائِرِ الْبَابِ تَعْنِي شَقَّ الْبَابِ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ: إِنَّ نِسَاءَ جَعْفَرٍ وَذَكَرَ بُكَاءَهُنَّ فَأَمَرَهُ أَنْ يَنْهَاهُنَّ فَذَهَبَ ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ لَمْ يُطِعْنَهُ فَقَالَ: انْهَهُنَّ فَأَتَاهُ الثَّالِثَةَ قَالَ: وَاللَّهِ غَلَبْنَنَا يَا رَسُولَ اللَّهِ فَزَعَمْتُ أَنَّهُ قَالَ: «فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ» . فَقُلْتُ: أَرْغَمَ اللَّهُ أَنْفَكَ لَمْ تَفْعَلْ مَا أَمَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ تَتْرُكْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ العناء
tahqiqতাহকীক:তাহকীক চলমান