মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭৩৫
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৩৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার উম্মতের মধ্যে যে ব্যক্তির দুইটি মৃত সন্তান থাকিবে, উহাদের দ্বারা আল্লাহ্ তা'আলা তাহাকে বেহেশত দান করিবেন। ইহা শুনিয়া আয়েশা (রাঃ) জিজ্ঞাসা করিলেন, হুযুর! আপনার উম্মতের যাহার একটি মৃত সন্তান থাকিবে? হুযূর বলিলেন, যাহার একটি সন্তানও থাকিবে, হে আয়েশা! আয়েশা (রাঃ) আবার জিজ্ঞাসা করিলেন, হুযুর! আপনার উম্মতের মধ্যে যাহার একটি মৃত সন্তানও থাকিবে না তাহার কি হইবে? হুযূর বলিলেন, আমিই আমার উম্মতের মৃত সন্তান, হে আয়েশা! আমার মৃত্যুর মসিবত-তুল্য মসিবতে তাহারা কখনও পড়িবে না। —তিরমিযী; আর তিনি বলিয়াছেন হাদীসটি গরীব।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ كَانَ لَهُ فرطان من متي أَدْخَلَهُ اللَّهُ بِهِمَا الْجَنَّةَ . فَقَالَتْ عَائِشَةُ: فَمَنْ كَانَ لَهُ فَرَطٌ مَنْ أُمَّتِكَ؟ قَالَ: «وَمَنْ كَانَ لَهُ فَرَطٌ يَا مُوَفَّقَةُ» . فَقَالَتْ: فَمَنْ لَمْ يَكُنْ لَهُ فَرَطٌ مِنْ أُمَّتِكَ؟ قَالَ: «فَأَنَا فَرَطُ أُمَّتِي لَنْ يُصَابُوا بِمِثْلِي» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭৩৫ | মুসলিম বাংলা