মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭৩৪
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৩৪। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ প্রত্যেক মু'মিনের জন্যই দুইটি দরজা রহিয়াছে, একটি দরজা যাহা দিয়া তাহার আমল উপরের দিকে যায়। দ্বিতীয় দরজা যাহা দিয়া তাহার রিযিক অবতীর্ণ হয়। যখন সে মৃত্যুবরণ করে দরজা দুইটি তাহার জন্য রোদন করে। ইহা হইতেছে আল্লাহ্র এই বাণীর অর্থ “তাহাদের (কাফেরদের) প্রতি আসমান ও যমীন রোদন করে না।” – তিরমিযী
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْ مُؤْمِنٍ إِلَّا وَله بَابَانِ: بَاب يصعد مِنْهُ علمه وَبَابٌ يَنْزِلُ مِنْهُ رِزْقُهُ. فَإِذَا مَاتَ بَكَيَا عَلَيْهِ فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: (فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاء وَالْأَرْض)

رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

কাফেরদের মমতায় আসমান ও যমীন রোদন করে না—যখন বলা হইয়াছে, তখন বিপরীতভাবে বুঝা গিয়াছে যে, মু'মিনদের প্রতি উহারা রোদন করে। ইহাকে শরীআতের পরিভাষায় ‘মাফহুমে মুখালেফ' (বিপরীত অর্থ) বলে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭৩৪ | মুসলিম বাংলা