মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭১৩
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭১৩। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে আনসারীদের এক ব্যক্তির জানাযাতে গেলাম। আমরা কবরের নিকট পৌঁছিলাম; কিন্তু তখনও কবর প্রস্তুত হয় নাই। অতএব, নবী করীম (ﷺ) কেবলামুখী হইয়া বসিয়া গেলেন, আর আমরা তাঁহার সাথে বসিয়া গেলাম। –আবু দাউদ এইরূপ বর্ণনা করিয়াছেন, কিন্তু নাসায়ী ও ইবনে মাজাহর বর্ণনায় শেষের দিকে অতিরিক্ত এই বাক্য রহিয়াছে, যেন আমাদের মাথার উপর পাখী বসিয়াছে। (অর্থাৎ, আমরা চুপচাপ বসিয়া রহিলাম।)
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَة رجل من الْأَنْصَار فَانْتَهَيْنَا إِلَى الْقَبْر وَلما يُلْحَدْ بَعْدُ فَجَلَسَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ وَجَلَسْنَا مَعَهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَزَادَ فِي آخِرِهِ: كن على رؤوسنا الطير

হাদীসের ব্যাখ্যা:

ইহা হইতে বুঝা গেল যে, কবর পর্যন্ত যাওয়া এবং দাফন পর্যন্ত অপেক্ষা করা সুন্নত। অপর হাদীসে আছে, হুযূর দাফনকালে নিজের হাতে কবরের উপর মাটি দিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭১৩ | মুসলিম বাংলা