মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭১২
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭১২। তাবেয়ী কাসেম ইবনে মুহাম্মাদ ইবনে আবু বকর (রাঃ) বলেন, আমি একবার আমার ফুফু বিবি আয়েশার নিকট গেলাম এবং বলিলাম, আম্মা! আমাকে নবী করীম (ﷺ) এবং তাঁহার সঙ্গীদ্বয়ের কবর দেখান! তখন তিনি পর্দা সরাইয়া আমাকে তিনটি কবর দেখাইলেন, যাহা অধিক উঁচুও নহে এবং যমীনের সাথে সমানও নহে - (বরং বিঘত পরিমাণ উঁচু) যাহাতে আরসার লাল কাঁকর ঢালা হইয়াছিল। (আসা—মদীনার নিকট স্থানবিশেষ।) — আবু দাউদ
وَعَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ قَالَ: دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقُلْتُ: يَا أُمَّاهُ اكْشِفِي لِي عَنْ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَاحِبَيْهِ فَكَشَفَتْ لِي عَنْ ثَلَاثَةِ قُبُورٍ لَا مُشْرِفَةٍ وَلَا لَا طئة مَبْطُوحَةٍ بِبَطْحَاءِ الْعَرْصَةِ الْحَمْرَاءِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
