মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭০৯
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০৯। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) নিষেধ করিয়াছেন—কবরে চুনকাম করিতে, উহার উপর লেখিতে এবং উহাকে পায়ে মাড়াইতে। —তিরমিযী
وَعَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَن تجصص الْقُبُور وَأَن يكْتب لعيها وَأَن تُوطأ. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

অবমাননার আশঙ্কায় কবরের উপর আল্লাহ্ ও রাসূলের নাম অথবা কুরআনের আয়াত লেখা নিষেধ। নাম ঠিকানা লেখা, ফলক খাড়া করাও অনেকের মতে মকরূহ্। অবশ্য চিহ্নের জন্য লেখা ব্যতীত শুধু পাথর বা ফলক খাড়া করাতে আপত্তি নাই ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭০৯ | মুসলিম বাংলা