মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭১০
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭১০। হযরত জাবের (রাঃ) বলেন, নবী করীম (ﷺ)-এর কবরের উপর পানি ছিটান হইয়াছিল, আর যিনি পানি ছিটাইয়াছিলেন, তিনি ছিলেন বেলাল ইবনে রাবাহ্। তিনি একটি মশক দ্বারা পানি ছিটাইয়াছিলেন এবং হুযূরের মাথার দিক হইতে আরম্ভ করিয়া তাহার পা পর্যন্ত পৌঁছিয়াছিলেন। – বায়হাকী দালায়েলে নবুওতে
وَعَن جَابر قَالَ: رُشَّ قَبْرُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ الَّذِي رَشَّ الْمَاءَ عَلَى قَبْرِهِ بِلَالُ بْنُ رَبَاحٍ بِقِرْبَةٍ بَدَأَ مِنْ قِبَلِ رَأْسِهِ حَتَّى انْتَهَى إِلَى رِجْلَيْهِ. رَوَاهُ الْبَيْهَقِيُّ. فِي دَلَائِل النُّبُوَّة
