মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭০১
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০১। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ লহ্দ আমাদের জন্য এবং শক্ আমাদের অপরদের জন্য। – তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্ । আহমদ জারীর ইবনে আব্দুল্লাহ্ হইতে।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّحْدُ لَنَا وَالشَّقُّ لغيرنا» رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
কাহারও মতে হুযূর 'আমাদের' অর্থে মুসলমান, আর অপরদের অর্থে ইহুদী, খৃষ্টানকে বুঝাইয়াছেন। আবার কাহারও মতে 'আমাদের' অর্থে মদীনাবাসীকে বুঝাইয়াছেন। কেননা, মদীনার মাটি শক্ত যাহাতে লহ্দ করা যাইতে পারে। আর ‘অপরদের অর্থে মক্কা প্রভৃতির লোককে বুঝাইয়াছেন যাহাদের যমীন বালুকাময় বা নরম। মোটকথা, শক্ত মাটিতে লহ্দ উত্তম এবং শক্ জায়েয। শক্ জায়েয না হইলে দুই ব্যক্তির মধ্যে যিনিই প্রথমে আসিবেন, তিনিই তাহার নিয়মানুযায়ী হুযুরের কবর খুঁড়িবেন—বলা হইত না।
