মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭০০
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০০। হযরত উরওয়া ইবনে যুবায়র (রাঃ) বলেন, মদীনায় (কবর খোঁড়ার) দুই ব্যক্তি ছিল। এক ব্যক্তি লহ্দী কবর খুঁড়িত আর অপর ব্যক্তি লহ্দী কবর খুড়িত না। (অর্থাৎ, শক্‌ কবর খুঁড়িত।) সাহাবীগণ হুযুরের কবর সম্পর্কে একমত হইতে না পারিয়া বলিলেন, এই দুই ব্যক্তির মধ্যে যে প্রথমে আসিবে সে-ই তাহার (নিয়মানুযায়ী) কাজ করিবে। ঘটনাক্রমে যে লহ্দ করিত, সে-ই প্রথমে আসিল। সুতরাং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য লহ্দ করা হইল। —বগবী শরহে সুন্নাহ
عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ: كَانَ بِالْمَدِينَةِ رَجُلَانِ أَحَدُهُمَا يَلْحَدُ وَالْآخَرُ لَا يَلْحَدُ. فَقَالُوا: أَيُّهُمَا جَاءَ أَوَّلًا عَمِلَ عَمَلَهُ. فَجَاءَ الَّذِي يَلْحَدُ فَلَحَدَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ فِي شَرْحِ السّنة

হাদীসের ব্যাখ্যা:

'লহ্দ' খুঁড়িতেন হযরত আবু তালহা, আর 'শক্' খুঁড়িতেন হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ্।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭০০ | মুসলিম বাংলা