মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৮৯
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৮৯। তাবেয়ী সায়ীদ ইবনে মুসাইয়্যাব বলেন, আমি হযরত আবু হুরায়রা (রাঃ)-এর পিছনে একটি বালকের জানাযার নামায পড়িয়াছি—যে কখনও গোনাহ্ করে নাই এবং আমি শুনিয়াছি তাহাকে এইরূপ দো'আ করিতে, “আল্লাহ্! তুমি তাহাকে আযাবে কবর হইতে রক্ষা কর।” –মালেক
وَعَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ: صَلَّيْتُ وَرَاءَ أَبِي هُرَيْرَةَ عَلَى صَبِيٍّ لَمْ يَعْمَلْ خَطِيئَةً قَطُّ فَسَمِعْتُهُ يَقُولُ: اللَّهُمَّ أَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر. رَوَاهُ مَالك
হাদীসের ব্যাখ্যা:
নাবালেগের কবর আযাবের কথা ইসলামী নীতির বিপরীত; সুতরাং ইহা গ্রহণযোগ্য নহে।
