মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৭৬
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৭৬। কিন্তু নাসায়ী ইহাকে ইবরাহীম আশহালী হইতে, তিনি তাহার পিতা প্রমুখাৎ বর্ণনা করিয়াছেন এবং তাহার (নাসায়ীর) বর্ণনা أنثانا 'আমাদের নারীদিগকে' পর্যন্ত শেষ।
অপরদিকে আবু দাউদের বর্ণনায় রহিয়াছে, “যাহাকে জিন্দা রাখিবে, জিন্দা রাখ তাহাকে ঈমানের সাথে এবং যাহাকে মৃত্যু দান করিবে, মৃত্যু দান কর তাহাকে ইসলামের সাথে।” (অর্থাৎ, ঈমানের স্থলে ইসলাম এবং ইসলামের স্থলে ঈমান শব্দ রহিয়াছে।) এতদ্ব্যতীত আবু দাউদের বর্ণনায় বেশী রহিয়াছে, "তাহার (মৃত্যুর পরে আমাদিগকে পথভ্রষ্ট করিও না।" (আমাদিগকে বিপদে ফেলিও না-এর স্থলে।)
وَرَوَاهُ النَّسَائِيُّ عَنْ إِبْرَاهِيمَ الْأَشْهَلِيِّ عَنْ أَبِيهِ وانتهت رِوَايَته عِنْد قَوْله: و «أنثانا» . وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ: «فَأَحْيِهِ عَلَى الْإِيمَانِ وَتَوَفَّهُ عَلَى الْإِسْلَامِ» . وَفِي آخِرِهِ: «وَلَا تُضِلَّنَا بعده»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬৭৬ | মুসলিম বাংলা