মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৫০
৫. প্রথম অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৫০। হযরত আলী (রাঃ) বলেন, লাশ দেখিয়া আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাড়াইতে দেখিয়াছি। অতএব, আমরাও দাড়াইয়াছি এবং তাহাকে বসিতে দেখিয়াছি, অতএব, আমরাও বসিয়াছি। —মুসলিম ইমাম মালেক ও আবু দাউদের বর্ণনায় রহিয়াছে, হুযুর লাশ দেখিয়া প্রথমে দাড়াইতেন, অতঃপর বসিয়া থাকিতেন।
الْمَشْيُ بِالْجَنَازَةِ وَالصَّلَاةُ عَلَيْهَا
وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ: رَأَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فَقُمْنَا وَقَعَدَ فَقَعَدْنَا يَعْنِي فِي الْجَنَازَةِ. رَوَاهُ مُسْلِمٌ وَفِي رِوَايَةِ مَالِكٍ وَأَبِي دَاوُدَ: قَامَ فِي الْجَنَازَةِ ثُمَّ قَعَدَ بَعْدُ
হাদীসের ব্যাখ্যা:
মূল হাদীসের দুই অর্থ হইতে পারেঃ (১) লাশ দেখিয়া হুযূর যখন দাঁড়াইতেন, আমরাও তখন দাঁড়াইতাম। তিনি যখন বসিতেন, আমরাও বসিতাম। (২) যে কালে লাশ দেখিয়া তিনি দাঁড়াইতেন, আমরাও দাঁড়াইতাম। আর যখন তিনি উহা ত্যাগ করিলেন, আমরাও ত্যাগ করিলাম। দ্বিতীয় অর্থ অনুসারে মনে হয়, প্রথমে ইহা ওয়াজিব ছিল। পরে তাহা রহিত হইয়া গিয়াছে। মালেক ও আবু দাউদের বর্ণনায় তাহাই বলা হইয়াছে।
