মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৪৯
৫. প্রথম অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৪৯। হযরত জাবের (রাঃ) বলেন, একবার আমাদের নিকট দিয়া এক জানাযা অতিক্রম করিল। ইহার জন্য রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া গেলেন, আর তাহার সাথে আমরাও দাড়াইয়া গেলাম। অতঃপর তাঁহাকে বলিলাম, হুযুর! এটি তো ইহুদীনী, (ইহার জন্য কেন দাঁড়াইলেন ?) হুযুর বলিলেন: মউত একটি ভয়াবহ ব্যাপার। সুতরাং যখন কোন লাশ দেখিবে উঠিয়া দাড়াইবে। মোত্তাঃ
الْمَشْيُ بِالْجَنَازَةِ وَالصَّلَاةُ عَلَيْهَا
وَعَنْ جَابِرٍ قَالَ: مَرَّتْ جَنَازَةٌ فَقَامَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقُمْنَا مَعَهُ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا يَهُودِيَّةٌ فَقَالَ: «إِنَّ الْمَوْتَ فَزَعٌ فَإِذَا رَأَيْتُمْ الْجِنَازَة فَقومُوا»

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, লাশ দেখিয়া দাড়ান উহার তা'যীমের জন্য নহে; বরং মৃত্যুর ভয়ে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬৪৯ | মুসলিম বাংলা