মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৪৫
৪. তৃতীয় অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৪৫। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) (মুনাফিক সরদার) আব্দুল্লাহ্ ইবনে উবাইকে কবরে রাখার পর তাহার নিকট আসিলেন এবং তাহাকে কবর হইতে উঠাইয়া লইতে নির্দেশ দিলেন। সুতরাং তাহাকে উঠাইয়া লওয়া হইল। অতঃপর তিনি তাহাকে আপন দুই হাঁটুর মধ্যে রাখিলেন এবং আপন থুথু তাহাতে (তাহার কাফনে) নিক্ষেপ করিলেন। এ ছাড়া তিনি আপন পিরানও তাহাকে পরাইয়া দিলেন এবং বলিলেনঃ সে (আমার চাচা) আব্বাসকে নিজের পিরান দিয়াছিল। —মোত্তাঃ
وَعَنْ جَابِرٍ قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ بَعْدَمَا أُدْخِلَ حُفْرَتَهُ فَأَمَرَ بِهِ فَاخْرُج فَوَضعه على رُكْبَتَيْهِ ن فَنَفَثَ فِيهِ مِنْ رِيقِهِ وَأَلْبَسَهُ قَمِيصَهُ قَالَ: وَكَانَ كسا عباسا قَمِيصًا
হাদীসের ব্যাখ্যা:
বদর যুদ্ধে হযরত আব্বাস কাফের অবস্থায় মুসলমানদের হাতে বন্দী হইলে তাহার গায়ে জামা ছিল না। হুযুরের চাচা বিধায় অনেকে তাঁহাকে জামা পরাইতে চাহিলেন; কিন্তু আবদুল্লাহর জামা ব্যতীত কাহারও জামা তাঁহার শরীরে খাপ খাইল না, সুতরাং আবদুল্লাহ্ তাঁহাকে আপন জামা পরাইয়া দিল। হুযূর এখানে আপন জামা দ্বারা ইহারই প্রতিদান করিলেন। কিন্তু এই ঘটনার পর আল্লাহ্ তা'আলা এই আয়াত নাযিল করিয়া মুনাফিকদের জানাযা পড়িতে নিষেধ করিয়া দিলেনঃ
وَلَا تُصَلِّ عَلَىٰ أَحَدٍ مِّنْهُم مَّاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَىٰ قَبْرِهِ
“মুনাফিকদের মধ্যে কেহ মরিয়া গেলে আপনি কখনও তাহার জানাযা পড়িবেন না এবং (দো'আর জন্য) তাহার কবরের নিকটও দাঁড়াইবেন না।” –সূরা তওবা, আয়াত ৮৪
وَلَا تُصَلِّ عَلَىٰ أَحَدٍ مِّنْهُم مَّاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَىٰ قَبْرِهِ
“মুনাফিকদের মধ্যে কেহ মরিয়া গেলে আপনি কখনও তাহার জানাযা পড়িবেন না এবং (দো'আর জন্য) তাহার কবরের নিকটও দাঁড়াইবেন না।” –সূরা তওবা, আয়াত ৮৪
