মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৪১
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৪১। হযরত উবাদা ইবনে সামেত (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ উত্তম কাফন হইতেছে হোল্লাহ্ এবং উত্তম কোরবানীর পশু হইতেছে শিংওয়ালা দুম্বা। — আবু দাউদ।
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خَيْرُ الْكَفَنِ الْحُلَّةُ وَخَيْرُ الْأُضْحِيَةِ الْكَبْشُ الْأَقْرَنُ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
হোল্লাহ্ ইয়ামন দেশীয় জোড়া যাহাতে একটি তহবন্দ ও একটি চাদর থাকিত । হাদীসের অর্থ হইল, কাফনে মাত্র একটি কাপড় উত্তম নহে। অন্ততঃ দুইটি হওয়া উচিত।
