মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৪০
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৪০। হযরত আবু সায়ীদ খুদ্রী (রাঃ) হইতে বর্ণিত আছে, যখন তাহার মৃত্যু নিকটবর্তী হইল, তিনি নূতন কাপড় আনাইয়া লইলেন এবং উহা পরিধান করিয়া বলিলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ মৃত ব্যক্তিকে কিয়ামতের দিন উঠান হইবে যে কাপড়ে সে মারা যায় সে কাপড়ে। – আবু দাউদ
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ لَمَّا حَضَرَهُ الْمَوْتُ. دَعَا بِثِيَابٍ جُدُدٍ فَلَبِسَهَا ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُولُ: «الْمَيِّتُ يُبْعَثُ فِي ثِيَابِهِ الَّتِي يَمُوتُ فِيهَا» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটি অপরাপর সহীহ্ হাদীসের সহিত সঙ্গতিপূর্ণ নহে। অপরাপর হাদীসে রহিয়াছে, কিয়ামতের দিন মানুষ নগ্ন অবস্থায় উঠিবে!
