মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৩১
৩. তৃতীয় অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
১৬৩১। হযরত আব্দুর রহমান ইবনে কা'ব তাঁহার পিতা হযরত কা'ব সম্পর্কে বলেন, যখন (আমার পিতা) কা'ব ইবনে মালেকের মৃত্যু আসন্ন হইল, তখন তাঁহার নিকট উম্মে বিশর ইবনে বারা ইবনে মা'রূর আসিয়া বলিলেন, হে আবু আব্দুর রহমান! যদি তথায় অমুকের সাক্ষাৎ পাও তাহাকে আমার সালাম বলিও। তখন তিনি বলিলেন, হে উম্মে বিশর, আল্লাহ্ তোমাকে ক্ষমা করুন! তখন আমাদের ব্যস্ততা তোমার এই কাজ অপেক্ষা অধিক থাকিবে। এ সময় উম্মে বিশর বলিলেন, আবু আব্দুর রহমান! আপনি কি শুনেন নাই যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মু'মিনগণের রূহ্ সবুজ পাখীর মধ্যে হইবে এবং বেহেশতের ফল খাইবে। (অর্থাৎ, তাহারা তথায় শান্তিতে থাকিবে, ব্যস্ততা কোথায় ?) তিনি উত্তর করিলেন, হ্যাঁ। তখন উম্মে বিশ্ব বলিলেন, আমি তো তাহাই বলিতেছি। — ইবনে মাজাহ্; আর বায়হাকী কিতাবুল বা'সে ওয়াননুশুরে
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ عَنْ أَبِيهِ قَالَ: لَمَّا حَضَرَتْ كَعْبًا الْوَفَاةُ أَتَتْهُ أُمُّ بِشْرٍ بِنْتُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ فَقَالَتْ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنْ لَقِيتَ فُلَانًا فَاقْرَأْ عَلَيْهِ مِنِّي السَّلَامَ. فَقَالَ: غَفَرَ اللَّهُ لَكِ يَا أُمَّ بِشْرٍ نَحْنُ أَشْغَلُ مِنْ ذَلِكَ فَقَالَتْ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَمَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول: «إِنَّ أَرْوَاحَ الْمُؤْمِنِينَ فِي طَيْرٍ خُضْرٍ تَعْلُقُ بِشَجَرِ الْجَنَّةِ؟» قَالَ: بَلَى. قَالَتْ: فَهُوَ ذَاكَ. رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي كِتَابِ الْبَعْثِ والنشور
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬৩১ | মুসলিম বাংলা