মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬০৬
২. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬০৬। হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক দিন বলিলেন, তোমরা যদি চাহ আমি তোমাদিগকে বলিব যে, কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা মু'মিনদিগকে প্রথমে কি বলিবেন এবং মু'মিনগণ আল্লাহ্ তা'আলাকে প্রথমে কি বলিবে। আমরা বলিলাম, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্! হুযূর বলিলেনঃ আল্লাহ্ তা'আলা মু'মিনদের বলিবেনঃ তোমরা কি আমার সাক্ষাৎ লাভকে ভালবাসিয়াছিলে? তাহারা উত্তর করিবে, হ্যাঁ, নিশ্চয় ইয়া রবানা! তখন আল্লাহ্ তা'আলা বলিবেনঃ (গোনাহ্ করা সত্ত্বেও) কেন ভালবাসিয়া ছিলে ? তাহারা বলিবে, আমরা আপনার ক্ষমা ও মার্জনার আশা রাখিয়াছিলাম। তখন আল্লাহ্ বলিবেনঃ তবে আমার ক্ষমা তোমাদের জন্য অবধারিত হইয়া গেল। —বগবী শরহে সুন্নায় এবং আবু নোআইম হিলইয়ায়।
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِن شِئْتُم أنبأتكم مَا أَوَّلُ مَا يَقُولُ اللَّهُ لِلْمُؤْمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ؟ وَمَا أَوَّلُ مَا يَقُولُونَ لَهُ؟» قُلْنَا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ: إِنَّ اللَّهَ يَقُول للْمُؤْمِنين هَل أَحْبَبْتُم لقائي؟ فَيَقُولُونَ نَعَمْ يَا رَبَّنَا فَيَقُولُ: لِمَ؟ فَيَقُولُونَ: رَجَوْنَا عَفْوَكَ وَمَغْفِرَتَكَ. فَيَقُولُ: قَدْ وَجَبَتْ لَكُمْ مَغْفِرَتِي . رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ وَأَبُو نُعَيْمٍ فِي الْحِلْية

হাদীসের ব্যাখ্যা:

ইহা গোনাহ্ করার অনুমতি নহে। শয়তানের প্রলোভনে গোনাহ্ করিয়া বসিলে আল্লাহর ক্ষমা হইতে নিরাশ হওয়া উচিত নহে; বরং তওবা করিয়া আল্লাহর ক্ষমার আশা রাখা উচিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬০৬ | মুসলিম বাংলা