মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬০৩
২. প্রথম অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬০৩। হযরত আবু কাতাদা আনসারী (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বর্ণনা করিতেন, একবার রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়া একটি লাশ লইয়া যাওয়া হইল। তখন হুযুর বলিলেন: সে শান্তি লাভ করিল অথবা তাহা হইতে শান্তি লাভ করা গেল। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্। কে শাস্তি লাভ করে আর কাহার নিকট হইতে শাস্তি লাভ করা হয়। হুযুর বলিলেন, মু'মিন বন্দা দুনিয়ার দুঃখ-কষ্ট হইতে আল্লাহর রহমতের আশ্রয়ে শান্তি লাভ করে। আর কাফের বন্দা হইতে আল্লাহর বন্দারা, দেশ, বৃক্ষরাজি ও পশু পক্ষীরা শান্তি লাভ করে। —মোত্তাঃ
بَابُ تَمَنِّي الْمَوْتِ وَذِكْرِه
وَعَنْ أَبِي قَتَادَةَ أَنَّهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ فَقَالَ: «مُسْتَرِيحٌ أَوْ مُسْتَرَاحٌ مِنْهُ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا المستريح والمستراح مِنْهُ؟ فَقَالَ: «الْعَبْدُ الْمُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ نَصَبِ الدُّنْيَا وَأَذَاهَا إِلَى رَحْمَةِ اللَّهِ وَالْعَبْدُ الْفَاجِرُ يستريح مِنْهُ الْعباد والبلاد وَالشَّجر وَالدَّوَاب»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬০৩ | মুসলিম বাংলা