মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬০২
২. প্রথম অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬০২। কিন্তু বিবি আয়েশার এক বর্ণনায় রহিয়াছে, মৃত্যু আল্লাহর সাক্ষাতের পূর্বে।
بَابُ تَمَنِّي الْمَوْتِ وَذِكْرِه
وَفِي رِوَايَةِ عَائِشَةَ: «وَالْمَوْتَ قَبْلَ لِقَاء الله»

হাদীসের ব্যাখ্যা:

'মৃত্যু আল্লাহর সাক্ষাতের পূর্বে' অর্থাৎ, মৃত্যু আল্লাহর সাক্ষাতের মাধ্যম। মৃত্যু না ঘটিলে তাঁহার সাক্ষাৎ মিলিবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬০২ | মুসলিম বাংলা