মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৯৬
১. তৃতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৯৬। হযরত ইরবায ইবনে সারিয়া (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যুদ্ধে শহীদগণ ও ঘরে বিছানায় মৃত ব্যক্তিগণ তাউনে মৃত ব্যক্তিদের সম্পর্কে পরওয়ারদেগারে আলমের নিকট দাবী পেশ করিবেন। শহীদগণ বলিবেন, ইহারা আমাদের ভাই। ইহারা ঘায়ে নিহত হইয়াছে, যেইরূপে আমরা নিহত হইয়াছি। আর ঘরে বিছানায় মরা ব্যক্তিগণ বলিবেন, ইহারা আমাদের ভাই। ইহারা তাহাদের ঘরে মরিয়াছে, যেভাবে আমরা মরিয়াছি। তখন পরওয়ারদেগার — তাবারাকা ও তা'আলা বলিবেনঃ ইহাদের ঘায়ের দিকে দেখ, ইহাদের ঘা যদি শহীদগণের ঘায়ের অনুরূপ হয়, তাহা হইলে তাহারা শহীদগণের অন্তর্গত এবং শহীদগণের সাথেই থাকিবে। পরে দেখা যাইবে যে, তাহাদের ঘা শহীদগণের ঘায়েরই অনুরূপ। —আহমদ ও নাসায়ী
عَن الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَخْتَصِمُ الشُّهَدَاءُ وَالْمُتَوَفَّوْنَ على فرشهم إِلَى رَبنَا فِي الَّذِينَ يُتَوَفَّوْنَ مِنَ الطَّاعُونِ فَيَقُولُ الشُّهَدَاءُ: إِخْوَاننَا قتلوا كَمَا قتلنَا وَيَقُول: المتوفون على فرشهم إِخْوَانُنَا مَاتُوا عَلَى فُرُشِهِمْ كَمَا مِتْنَا فَيَقُولُ رَبنَا: انْظُرُوا إِلَى جراحهم فَإِن أشبهت جراحهم جِرَاحَ الْمَقْتُولِينَ فَإِنَّهُمْ مِنْهُمْ وَمَعَهُمْ فَإِذَا جِرَاحُهُمْ قد أشبهت جراحهم . رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

ইহা দ্বারা বুঝা যায় যে, 'তাঊন' অর্থে এখানে বসন্ত বা প্লেগ রোগকেই বুঝান হইয়াছে। বসন্ত ও প্লেগ রোগ সাধারণতঃ মহামারীরূপেই দেখা দেয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান