মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৯৫
১. তৃতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৯৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে রুগ্নাবস্থায় মারা গিয়াছে, সে শহীদ হইয়া মারা গিয়াছে, তাহাকে কবর আযাব হইতে রক্ষা করা হইবে এবং সকাল-সন্ধ্যা তাহাকে বেহেশতের রিযিক দেওয়া হইবে। —ইবনে মাজাহ্ ও বায়হাকী শোআবুল ঈমানে
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ مَرِيضًا مَاتَ شَهِيدًا أَوْ وُقِيَ فِتْنَةَ الْقَبْرِ وَغُدِيَ وَرِيحَ عَلَيْهِ بِرِزْقِهِ مِنَ الْجَنَّةِ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ

হাদীসের ব্যাখ্যা:

'রুগ্নাবস্থায় মারা গিয়াছে—মূলে এখানে 'মরীয়' শব্দ রহিয়াছে যাহার অর্থ রুগ্ন। কিন্তু ইবনে মাজাহর বিশুদ্ধ কপিতে 'মোরাবেৎ' শব্দ রহিয়াছে যাহার অর্থ মুসলিম রাষ্ট্রের সীমান্ত রক্ষাকারী অর্থাৎ, যে ব্যক্তি নিজকে মুসলিম রাষ্ট্রের সীমান্ত রক্ষার কার্যে নিয়োজিত রাখিয়া মারা গিয়াছে, সে শহীদ হইয়া মারা গিয়াছে। ইহাই সহীহ্ ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫৯৫ | মুসলিম বাংলা