মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৮২
১. তৃতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৮২। হযরত সওবান (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কাহারও জ্বর হয়, নিশ্চয় জ্বর আগুনের একটা অংশ, সুতরাং উহাকে যেন পানি দ্বারা নিভান হয়। সে যেন ফজরের নামাযের পর সূর্যোদয়ের পূর্বে (প্রবহমান) নদীতে ঝাঁপ দেয় এবং ভাটার দিকে অগ্রসর হয়। অতঃপর যেন বলে, “হে আল্লাহ্ ! আরোগ্য দান কর তোমার বন্দাকে এবং সত্যবাদী প্রমাণ কর তোমার রাসূলকে।” সে যেন নদীতে তিন দিন তিনটি করিয়া ডুব দেয়। ইহাতে যদি না সারে, তবে পাঁচ দিন। তাতেও যদি না সারে, তবে সাত দিন। সাত দিনেও যদি না সারে, তবে নয় দিন। আল্লাহর হুকুমে জ্বর ইহার অধিক অগ্রসর হইবে না। —তিরমিযী; আর তিরমিযী হাদীসটিকে গরীব বলিয়া উল্লেখ করিয়াছেন।
وَعَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا أَصَابَ أَحَدَكُمُ الْحُمَّى فَإِنَّ الْحمى قِطْعَة من النَّار فليطفها عَنْهُ بِالْمَاءِ فَلْيَسْتَنْقِعْ فِي نَهْرٍ جَارٍ وَلْيَسْتَقْبِلْ جِرْيَتَهُ فَيَقُولُ: بِسْمِ اللَّهِ اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ وَصدق رَسُولك بعد صَلَاة الصُّبْح وَقبل طُلُوعِ الشَّمْسِ وَلْيَنْغَمِسْ فِيهِ ثَلَاثَ غَمْسَاتٍ ثَلَاثَةَ أَيَّامٍ فَإِنْ لَمْ يَبْرَأْ فِي ثَلَاثٍ فَخَمْسٍ فَإِنْ لَمْ يَبْرَأْ فِي خَمْسٍ فَسَبْعٍ فَإِنْ لَمْ يَبْرَأْ فِي سَبْعٍ فَتِسْعٍ فَإِنَّهَا لَا تَكَادَ تُجَاوِزُ تِسْعًا بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

যদি ইহা হুযূরের কথা হয়, তাহা হইলে ইহা তথাকার কোন বিশেষ জ্বর, বিশেষ সময় ও বিশেষ ব্যক্তি সম্পর্কেই বলা হইয়াছে। সব জায়গায় সব জ্বর ও সকল ব্যক্তি সম্পর্কে নহে। আমার এক আত্মীয়কে দেখিয়াছি — প্রবল জ্বরে সে পেট ভরিয়া কাঁঠাল খাইলে ভাল হইয়া যাইত। ব্যক্তি বিশেষের মধ্যে এইরূপ ব্যাপারে সাধারণ নিয়মের ব্যতিক্রম হইতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫৮২ | মুসলিম বাংলা