মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৮১
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৮১। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে রুগ্ন ব্যক্তিকে দেখিতে রওয়ানা হইল, সে আল্লাহর রহমতের দরিয়ায় সাঁতার কাটিতে রহিল, যাবৎ না সে তথায় যাইয়া বসে। যখন সে যাইয়া বসিল, তখন দরিয়ায় ডুব দিল। —মালেক ও আহমদ
كتاب الجنائز
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ عَادَ مَرِيضًا لَمْ يَزَلْ يَخُوضُ الرَّحْمَةَ حَتَّى يَجْلِسَ فَإِذَا جَلَسَ اغتمس فِيهَا» . رَوَاهُ مَالك وَأحمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান