মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৭০
১. দ্বিতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৭০। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সুখ-শান্তিভোগী ব্যক্তিরা কিয়ামতের দিন যখন দেখিবে, বিপদগ্রস্ত ব্যক্তিদের সওয়াব দেওয়া হইতেছে, তখন আক্ষেপ করিবে—আহা, যদি তাহাদের চামড়া দুনিয়াতে কাঁচি দ্বারা কাটা হইত! —তিরমিযী; আর তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَوَدُّ أَهْلُ الْعَافِيَةِ يَوْمَ الْقِيَامَةِ حِينَ يُعْطَى أَهْلُ الْبَلَاءِ الثَّوَابَ لَوْ أَنَّ جُلُودَهُمْ كَانَتْ قُرِضَتْ فِي الدُّنْيَا بِالْمَقَارِيضِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
