মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৩২
১. প্রথম অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৩২। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পীড়িত হইতেন, 'মুআব্বাযাত' দ্বারা নিজের শরীরের উপর ফুঁ দিতেন এবং নিজের হাত দ্বারা শরীর মুছিয়া ফেলিতেন (যেন রোগ দূর করা হইতেছে)। যখন তিনি সেই রোগে আক্রান্ত হইলেন, যে রোগে তিনি ইন্তেকাল করিয়াছেন, আমি তখন সে সকল 'মুআব্বাযাত' পড়িয়া তাহার শরীরে ফুঁ দিতাম, যে সকল 'মুআব্বায়াত' পড়িয়া তিনি নিজে ফুঁ দিতেন, তবে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত দ্বারাই তাহার শরীর মুছিয়া দিতাম। মোত্তাঃ
মুসলিমের এক বর্ণনায় রহিয়াছে, আয়েশা (রাঃ) বলিয়াছেন, যখন তাহার পরিবারের কেহ রোগে আক্রান্ত হইত, তখন তিনি 'মুআব্বাযাত' পড়িয়া তাহার উপর ফুঁ দিতেন।
بَابُ عِيَادَةِ الْمَرِيْضِ وَثَوَابِ الْمَرَضِ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اشْتَكَى نَفَثَ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَمَسَحَ عَنْهُ بِيَدِهِ فَلَمَّا اشْتَكَى وَجَعَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ كُنْتُ أَنْفِثُ عَلَيْهِ بِالْمُعَوِّذَاتِ الَّتِي كَانَ يَنْفِثُ وَأَمْسَحُ بِيَدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ قَالَتْ: كَانَ إِذَا مَرِضَ أَحَدٌ مِنْ أَهْلِ بَيْتِهِ نَفَثَ عَلَيْهِ بِالْمُعَوِّذَاتِ

হাদীসের ব্যাখ্যা:

'মুআব্বাযাত' – (১) কুরআনের শেষ দুই সূরা ফালাক ও নাস অথবা (২) কাফেরূন ও এখলাছ নামীয় সূরাদ্বয় অথবা (৩) সে সকল আয়াত যাহাতে আল্লাহর শরণ লওয়া হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫৩২ | মুসলিম বাংলা