মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫১৭
৫৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫১৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর সম্মুখে বাতাসকে অভিশাপ দিল। তিনি বলিলেনঃ বাতাসকে অভিশাপ দিও না। কেননা, উহা নির্দেশপ্রাপ্ত, আর যে এমন কোন বস্তুকে অভিশাপ দেয় যাহা অভিশাপের উপযুক্ত নহে, অভিশাপ তাহার নিজের দিকেই ফিরিয়া আসে। তিরমিযী বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَجُلًا لَعَنَ الرِّيحَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَا تَلْعَنُوا الرِّيحَ فَإِنَّهَا مَأْمُورَةٌ وَأَنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান