মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫১৬
৫৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫১৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, বাতাস আল্লাহর পক্ষ হইতে আগমনকারী। উহা রহমত লইয়াও আসে এবং আযাব লইয়াও আসে। সুতরাং উহাকে গালি দিও না; বরং আল্লাহর নিকট উহার কল্যাণ প্রার্থনা করিও এবং উহার মন্দ হইতে তাঁহার নিকট আশ্রয় চাহিও। —শাফেয়ী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও বায়হাকী দাওয়াতুল কবীরে
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الرِّيحُ مِنْ روح الله تَأْتِي بِالرَّحْمَةِ وَبِالْعَذَابِ فَلَا تَسُبُّوهَا وَسَلُوا اللَّهَ مِنْ خَيْرِهَا وَعُوذُوا بِهِ مِنْ شَرِّهَا» . رَوَاهُ الشَّافِعِي وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي الدَّعَوَاتِ الْكَبِيرِ
