মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫০৭
৫২. দ্বিতীয় অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৫০৭। হযরত জাবের (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে ইস্তেস্কায় হস্ত প্রসারিত করিতে এবং এই বলিতে দেখিয়াছি, আল্লাহ্! আমাদের পানি দান কর যাহা সুপাচ্য, ফসল উৎপাদনকারী, উপকারী, ক্ষতিকর নহে, সহসা আগমনকারী ও বিলম্বকারী নহে। (রাবী বলেন, ইহা বলিতে না বলিতেই) তাহাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষিতে লাগিল। –আবু দাউদ
وَعَنْ جَابِرٍ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوَاكِئُ فَقَالَ: «اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مُرِيعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلًا غَيْرَ آجِلٍ» . قَالَ: فَأَطْبَقَتْ عَلَيْهِمُ السَّمَاءُ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫০৭ | মুসলিম বাংলা