মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৮১
৫০. প্রথম অনুচ্ছেদ - সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সালাত
১৪৮১। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণের নামাযে তাহার কেরাআতকে বড় করিয়াছিলেন। মোত্তাঃ
بَابُ صَلَاةِ الْخُسُوْفِ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: جَهَرَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الخسوف بقرَاءَته
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন ব্যাখ্যাকারের মতে এই নামায ছিল চন্দ্রগ্রহণের নামায। রাতের নামায বিধায়ই তিনি উহার কেরাআত বড় করিয়া পড়িয়াছিলেন। হানাফী মাযহাবের বিধান ইহাই।
