মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৭৬
৪৮. তৃতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৭৬। হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ) বলেন, এক দিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! এই কোরবানী কি? হুযূর (ﷺ) উত্তর করিলেন, তোমাদের পিতা হযরত ইবরাহীম আলাইহিস সালামের সুন্নত ( নিয়ম)। তাহারা পুনরায় জিজ্ঞাসা করিলেন, ইহাতে আমাদের কি (সওয়াব) রহিয়াছে ইয়া রাসূলাল্লাহ্ ? হুযুর (ﷺ) বলিলেনঃ কোরবানীর পশুর প্রত্যেক লোমের পরিবর্তে একটি নেকী রহিয়াছে। তাঁহারা আবার জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! পশমওয়ালা পশুদের পরিবর্তে কি হইবে ? (ইহাদের পশম তো অনেক বেশী।) হুযূর (ﷺ) বলিলেন, পশমওয়ালা পশুর প্রত্যেক পশমের পরিবর্তেও একটি নেকী রহিয়াছে। (আল্লাহর দানের ভাণ্ডারকে কি তোমরা সঙ্কীর্ণ মনে করিতেছ ?) – আহমদ ও ইবনে মাজাহ্
وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ؟ قَالَ: «سُنَّةُ أبيكم إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام» قَالُوا: فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «بِكُلِّ شَعْرَةٍ حَسَنَةٌ» . قَالُوا: فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «بِكُلِّ شَعْرَةٍ مِنَ الصُّوفِ حَسَنَة» رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪৭৬ | মুসলিম বাংলা