মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৭৫
- নামাযের অধ্যায়
৪৮. তৃতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৭৫। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনায় দশ বছর অবস্থান করিয়াছেন আর বরাবর কোরবানী করিয়াছেন। -তিরমিযী
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضحي. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

হুযুরের দশ বছর মদনী যিন্দেগীর শেষ বছর তিনি হজ্জ করিতে যাইয়া মক্কায় কোরবানী করিয়াছিলেন। মোটকথা, তিনি তাঁহার মদনী যিন্দেগীতে কখনও কোরবানী ত্যাগ করেন নাই। সুতরাং ইহা একটি করণীয় বিষয় বা করা ওয়াজিব। অতএব, ইহা সম্পাদন না করিয়া ইহার অর্থ বণ্টন করিলে চলিবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান