মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৫০
৪৭. দ্বিতীয় অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৫০। হযরত আবু ওমায়র ইবনে আনাস (রাঃ) তাঁহার এক চাচা হইতে বর্ণনা করেন, যিনি নবী করীম (ﷺ)-এর সাহাবীদের অন্তর্গত ছিলেন। একবার নবী করীম (ﷺ)-এর নিকট একদল আরোহী আসিয়া সাক্ষ্য দিল যে, তাহারা গতদিন (শাওয়ালের) নূতন চাঁদ দেখিয়াছে। হুযূর (ﷺ) তাহাদের নির্দেশ দিলেন তাহারা যেন রোযা ভাঙ্গিয়া ফেলে এবং পরের দিন যখন সকাল হইবে, ঈদগাহের দিকে রওয়ানা হয়। —আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسٍ عَنْ عُمُومَةٍ لَهُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ رَكْبًا جَاءُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْهَدُونَ أَنَّهُمْ رَأَوُا الْهِلَالَ بالْأَمْس ن فَأَمرهمْ أَن يفطروا وَإِذا أَصْبحُوا أَن يَغْدُو إِلَى مصلاهم. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

তাহারা এমন সময় আসিয়াছিল যখন ঈদের নামাযের সময় চলিয়া গিয়াছিল। অতএব, হুযূর (ﷺ) তাহাদিগকে সেদিন রোযা ভাঙ্গিতে এবং পরদিন ঈদের নামায পড়িতে বলেন। ইহাই আমাদের হানাফী মাযহাবের বিধান
tahqiqতাহকীক:তাহকীক চলমান