মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৪২
- নামাযের অধ্যায়
৪৭. দ্বিতীয় অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৪২। হযরত ইমাম জা'ফর ছাদেক ইবনে মুহাম্মাদ (রঃ) মুরসালরূপে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) এবং হযরত আবু বকর ও ওমর (রাঃ) দুই ঈদ এবং 'এস্তেস্কা'-এর নামাযে সাতবার ও পাঁচবার তকবীর বলিয়াছেন এবং নামায পড়িয়াছেন খোতবার পূর্বে আর কেরাআত পড়িয়াছেন বড় করিয়া। — ইমাম শাফেয়ী
كتاب الصلاة
وَعَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ مُرْسَلًا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَبَّرُوا فِي الْعِيدَيْنِ وَالِاسْتِسْقَاءِ سَبْعًا وَخَمْسًا وَصَلَّوْا قبل الْخطْبَة وجهروا بِالْقِرَاءَةِ. رَوَاهُ الشَّافِعِي