মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪২৭
৪৭. প্রথম অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪২৭। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই ঈদের নামায পড়িয়াছি এক বা দুইবার নহে (বহুবার) আযান ও একামত ব্যতীত। -মুসলিম
بَابُ صَلَاةِ الْعِيْدَيْنِ
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِيدَيْنِ غَيْرَ مَرَّةٍ وَلَا مَرَّتَيْنِ بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَة. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, ঈদের নামাযে আযান-ইকামাত নেই। এটাই হানাফী মাযহাবের মত। (বাদায়েউস সানায়ে’: ১/১৫২)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪২৭ | মুসলিম বাংলা