মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪০৯
৪৫. প্রথম অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪০৯। হযরত উম্মে হেশাম বিনতে হারেসা ইবনে নো'মান (রাঃ) বলেন, আমি কোরআনের সূরা কাফ ওয়াল কোর আনিল্ মাজীদ (ق. وَالْقُرْآنِ الْمَجِيدِ) কেবল রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ হইতে (শুনিয়া)ই ইয়াদ করিয়াছি। তিনি উহা প্রত্যেক জুমুআয় মিম্বরে দাড়াইয়া পড়িতেন, যখন লোকের প্রতি খোত্বা দান করিতেন। মুসলিম
بَابُ الْخُطْبَةِ وَالصَّلَاةِ
وَعَنْ أُمِّ هِشَامٍ بِنْتِ حَارِثَةَ بْنِ النُّعْمَانِ قَالَتْ: مَا أَخَذْتُ (ق. وَالْقُرْآنِ الْمَجِيدِ)

إِلَّا عَنْ لِسَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَؤُهَا كُلَّ جُمُعَةٍ عَلَى الْمِنْبَرِ إِذَا خطب النَّاس. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

‘প্রত্যেক জুমুআয়’—অর্থাৎ, যে কয় জুমুআয় উম্মে হেশাম শুনিয়াছিলেন। ইহাও হইতে পারে যে, হুযূর (ﷺ) একই জুমুআয় পুরা সূরা দ্বারা খোতবা দান করিয়া বিভিন্ন জুমুআয় বিভিন্ন অংশ দ্বারা করিয়াছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪০৯ | মুসলিম বাংলা