মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪০৮
৪৫. প্রথম অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪০৮। হযরত ইয়া'লা ইবনে উমাইয়া (রাঃ) বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে উঠিয়া এই আয়াত পাঠ করিতে শুনিয়াছি, "দোষখীরা (দোযখের দারোগাকে ডাকিয়া বলিবে, হে মালেক, (তুমি বল) তোমার পরওয়ারদেগার যেন আমাদের মউত করিয়া দেন।" অর্থাৎ, এই খোত্বায় দোযখের বিপদের কথা বলিলেন। ---মোত্তাঃ
بَابُ الْخُطْبَةِ وَالصَّلَاةِ
وَعَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَى الْمِنْبَرِ: (وَنَادَوْا يَا مَالك ليَقْضِ علينا رَبك)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪০৮ | মুসলিম বাংলা